• বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৫:৪২ অপরাহ্ন

প্রচারণার শেষ দিনে ধনবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী হীরার পথসভা মিছিল অনু‌ষ্ঠিত

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৯৯
মঙ্গলবার, ৭ মে, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

জহিরুল ইসলাম মিলন (ধনবাড়ী) টাঙ্গাইল

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় ৮ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ধনবাড়ী উপজেলার নির্বাচন এই নির্বাচন কে কেন্দ্র করে
ধনবাড়ী উপজেলা আওয়ামী যুবলী‌গের সি‌নিয়র সহ সভাপ‌তি খন্দকার রিপন এর দিক নি‌র্দেশনায় নির্বাচ‌নি প্রচারনার শেষ দিনে চেয়ারম‌্যান প্রার্থী আলহাজ্ব হারুনার-রশিদ হীরার ঘোড়া প্রতীককে জয়যুক্ত করার লক্ষ্যে বিশাল প্রচার মিছিল আয়োজন করা হয় ।

গতকাল বিকেলে মুশুদ্দি আফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে মাঠ থেকে নির্বাচনী প্রচার মিছিলটি বের হয়। মিছিলটি
মুশু‌দ্দিবাজার থে‌কে মুশুদ্দি পূর্বাপাড়া হ‌য়ে চরপাড়া, দ‌ক্ষিনপাড়া হ‌য়ে খা বাড়ী দি‌য়ে বা‌নিয়াবাজার গিয়ে শেষ হয়।

মিছিলে কয়েক হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন ও ঘোড়া প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। প্রচার মিছিল শুরুর আগে মুশুদ্দি আফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে মাঠে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভাটি জনসমুদ্রে পরিণত হয়।

পথসভায় বক্তব্য রাখেন , ধনবাড়ী উপজেলার চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব হারুনার-রশিদ হীরা
বক্তব্যে তিনি হাজারো জনসাধারণের উদ্দেশ্যে তার নির্বাচনী প্রতীক ঘোড়া মার্কায় ভোট প্রার্থনা করেন।
এতে আরো বক্তব্য রাখেন ,ধনবাড়ী আওয়ামী যুবলী‌গের সি‌নিয়র সহ সভাপ‌তি খন্দকার রিপন।

পথসভায় খন্দকার রিপন বক্তব্যে বলেন, ধনবাড়ী মুশু‌দ্দি ইউনিয়‌নে আলহাজ্ব হারুনার-রশিদ হীরার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। হাজার হাজার মানুষ ঘোড়া প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দি‌য়ে জমায়েত হয়েছে । প্রচার-প্রচারণায় মানুষের যে সাড়া পেয়েছি, ৮ মে আলহাজ্ব হারুনার-রশিদ হীরার ঘোড়া প্রতীকের
বিজয় হবে ইনশাল্লাহ।

টাইগার চেম্বার অফ কমার্স এর সাধারণ সম্পাদক, খন্দকার তারিকুল ইসলাম তারেক বলেন, ৮ মে উপ‌জেলা প‌রিষদ নির্বাচ‌নে আমরা আজ‌কের এই জনসমুদ্রে দে‌খে বল‌তেই পা‌রি অন‌্যান‌্য প্রা‌র্থী‌দের থে‌কে
হারুনার-রশিদ হীরা অ‌নেক এগি‌য়ে আছে , জনগ‌নের স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহ‌নের মাধ‌্যমে প্রমা‌নিত হয় হারুনার-রশিদ হীরা বিপুল ভো‌টে বিজয় হবে ইনশাল্লাহ।আমরা হীরা ভাইয়ের পক্ষে আছি।

প্রচার মিছিল প্রার্থীর সা‌থে উপ‌স্থিত ছি‌লেন , টাঙ্গাইল জেলা পরিষদ সদস্য মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক আরশেদ আলম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুভা তালুকদার, মুশু‌দ্দি ইউনিয়‌ন প‌রিষ‌দের চেয়ারম্যান আবু কায়সা‌র, টাঙ্গাইল চেম্বার অব কমার্স এর সাধারণ সম্পাদক খন্দকার তারিকুল ইসলাম তারেক , বি‌শিষ্ট ব‌্যবসায়ী মোঃ হা‌বিল উদ্দিন ,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছিরুজ্জামান মিলন, ধনবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক জহিরুল ইসলাম মিলন, আল- আমীন সহ মুশু‌দ্দি ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ।

প্রচার মি‌ছি‌লে আসা সাধারন ভোটারগন জানান, আলহাজ্ব হারুনার-রশিদ হীরা
একজন ভাল মানুষ একজন শিক্ষিত মানুষ , তিনি একজন স্পষ্টভাষী মানুষ, তি‌নি গ‌রিব মানু‌ষের পা‌শে থা‌কে । তার কা‌ছে আমরা সব ধর‌নের সাহায‌্য সহ‌যো‌গিতা পাই তাই আমরা আস‌ছি আমরা আগা‌মি‌তে তা‌কেই চেয়ারম‌্যান হিসা‌বে দেখ‌তে চাই ।


আরও সংবাদ

জরুরি হটলাইন