নরসিংদীতে জমি নিয়ে বিরোধে দুই ভাইকে কুপিয়ে হত্যা, চাচা-চাচী পলাতক
নরসিংদী: পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদের জেরে আপন চাচা, চাচী ও চাচাতো ভাইদের হাতে নির্মমভাবে খুন হলেন দুই ভাই। বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় নরসিংদীর শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন অবসরপ্রাপ্ত সার্জেন্ট আসাদুজ্জামান মন্টুর দুই ছেলে অলিউল ইসলাম সোহাগ (৪০) এবং সাজ্জাদুল ইসলাম রানা (৩৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ও অভিযুক্তরা একই পরিবারের সদস্য এবং প্রতিবেশী। বিকেলে একটি টিউবওয়েলের পানি নিষ্কাশনের ড্রেন সংস্কার নিয়ে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়। সেই ঘটনার রেশ ধরে সন্ধ্যায় দুই পক্ষ আবারও ঝগড়ায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে চাচা মামুন, চাচী ও চাচাতো ভাই দিদারুল এবং বিদ্যুৎ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সোহাগ ও রানার ওপর হামলা চালায়।
এই হামলায় ঘটনাস্থলেই ছোট ভাই সাজ্জাদুল ইসলাম রানার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় বড় ভাই অলিউল ইসলাম সোহাগকে দ্রুত শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছে। পুলিশ তাদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।