• শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন

আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন জোরদার করা হবে : মঈন খান

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৬১
শনিবার, ১১ মে, ২০২৪
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান।

তিনি আওয়ামী দুঃশাসন ও নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়া, বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন জোরদার করা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সহযোগিতা করার জন্য সকলকে আহ্বান জানান।

শুক্রবার (১০ মে) নরসিংদীর পলাশ উপজেলা বিএনপির কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পরে উপজেলা বিএনপির সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে পলাশ উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

এর আগে পলাশ উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট কানিজ ফাতেমা কাউন্সিলে সভাপতিত্ব করেন। কাউন্সিলে পলাশ উপজেলা বিএনপির অন্তর্ভুক্ত প্রত্যেকটি ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও পলাশ উপজেলা বিএনপির সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্মসম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার শুরুতে পলাশ উপজেলার জিনারদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে পলাশ উপজেলা বিএনপির কার্যক্রমকে গতিশীল করতে এবং সংগঠনকে পুনর্গঠনকল্পে জরুরি ভিত্তিতে পলাশ উপজেলা বিএনপির আগামী কমিটি নির্বাচন করার প্রস্তাব করেন। এই প্রস্তাবকে সকল ইউনিয়ন বিএনপির সভাপতি/ সাধারণ সম্পাদক/সাংগঠনিক সম্পাদকগণ সমর্থন করেন।

উপস্থিত কাউন্সিল সদস্যদের ভোটের মাধ্যমে ১০১ সদস্য বিশিষ্ট পলাশ উপজেলা বিএনপির নতুন কমিটি গঠন করা হয়।

 


আরও সংবাদ

জরুরি হটলাইন