ক্রীড়াঙ্গনের তারকাদের সাফল্যের অন্যতম বড় শক্তি ধরা হয় ভক্তদের। মেসি-কোহলির মতো তারকাদের প্রতি তাদের ভক্তদের আবেগ চোখে পড়ার মতোই। তাইতো তারকাও চেষ্টা করে মাঝেমধ্যে ভক্তদের ছবি তোলা বা অটোগ্রাফ দেওয়ার মতো ছোট আবদার মেটাতে। তবে এসব আবদার মেটাতে গিয়ে প্রায়শই বেশ ঝামেলাতেও পড়তে হয় তাদের। তবে ভক্তকে অটোগ্রাফ দিতে গিয়ে আহত হওয়ার নজর নেই। এবার সেই ঘটনাই ঘটলো সর্বকালের অন্যতম সেরা টেনিস তারকা নোভাক জকোভিচের সঙ্গে।
শুক্রবার (১০ মে) রোমে ইতালিয়ান ওপেনে ফ্রান্সের কোরেন্টিন মোটেটের বিপক্ষে ম্যাচে ৬–৩ ও ৬–১ গেমে জয় তুলে নেন সার্বিয়ান এই টেনিস তারকা। ম্যাচ জয়ের পর ঘটে এই অনাকাঙ্খিত ঘটনা।
ম্যাচ শেষে সমর্থকদের আবদার মেটাতে অটোগ্রাফ দিতে যান জোকোভিচ। অটোগ্রাফ দেওয়ার সময় আকস্মিকভাবে উড়ে আসা এক বোতলের আঘাতে আহত হয়েছেন জোকোভিচ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, জোকোভিচ নিচে দাঁড়িয়ে গ্যালারিতে থাকা এক ভক্তকে অটোগ্রাফ দেওয়ার সময় পাশ থেকে উবু হয়ে হাত বাড়িয়ে দেন অন্য আরেক ভক্ত। এসময় অসাবধানতাবশত সেই ভক্তের ব্যাগ থেকে অ্যালুমিনিয়ামের এক পানির বোতল সরাসরি আঘাত করে জোকোভিচকে।
মাথায় আঘাত পাওয়ার পর তাৎক্ষণিক মাটিতে লুটিয়ে পড়ে জোকোভিচ। সাথে সাথেই নিরাপত্তারক্ষীরা তাকে ঘিরে ধরে। কিছুক্ষণ পর সেখান থেকে তাকে সরিয়ে লকার রুমে নেওয়া হয়।
টুর্নামেন্টের আয়োজকরা অনাকাঙ্খিত ঘটনাটি সম্পর্কে জানায়, জোকোভিচের মাথায় আঘাতের কারণে ফুলে গিয়েছিল এবং তাকে ডাক্তাররা পরীক্ষা করেছেন। একারণে ম্যাচ পরবর্তী তার সংবাদ সম্মেলনও স্থগিত করা হয়।
আসরের আয়োজকরা এক বিবৃতিতে জানায়, “ম্যাচের পর সেন্টার কোর্টে ভক্তদের অটোগ্রাফের আবদার মেটাতে নোভাক জোকোভিচ মাথায় পানির বোতল দিয়ে আঘাত পান। যদিও পরবর্তীতে তাকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছিল এবং ইতিমধ্যেই তিনি ফোরো ইতালিকো (কোর্টের নাম) ছেড়ে তার হোটেলে ফিরে গেছেন। তার অবস্থা এখন স্বাভাবিক।”
ইতালীয় টেনিস ফেডারেশনের মুখপাত্র আলেসান্দ্রো কাতাপানো জানান, জোকোভিচের মাথায় একটু রক্ত ছিল কিন্তু তার কোন সেলাই লাগেনি।
তিনি আরও জানান যে পুলিশ এসেছিল এবং কিভাবে আঘাত পেয়েছিল সেই তথ্যও চেয়েছে কিন্তু যে ব্যক্তি এটি করেছে সে ইতিমধ্যেই ঘটনার স্থান ত্যাগ করেছে।
জোকোভিচ অবশ্য পরে সোশ্যাল মিডিয়ায় জানান যে তিনি ভালো আছেন। তিনি সামাজিক মাধ্যম এক্সে লেখেন “আপনাদের সবার আমাকে শুভকামনা জানিয়ে বার্তাগুলোর জন্য ধন্যবাদ। এটি একটি দুর্ঘটনা ছিল এবং আমি একটি বরফের প্যাক নিয়ে হোটেলে বিশ্রাম নিচ্ছি। রোববার আপনাদের সবার সাথে দেখা হবে”