• বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৮:২৮ পূর্বাহ্ন

সোনাগাজীতে ভোটযুদ্ধে লড়ছেন ননদ-ভাবি

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৫৩
রবিবার, ১২ মে, ২০২৪
সোনাগাজীতে ভোটযুদ্ধে লড়ছেন ননদ-ভাবি
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

ফেনীর সোনাগাজী উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন একই পরিবারের দুজন। তাঁরা হলেন খোদেজা খানম ও নুর জাহান আক্তার। নুর জাহান আক্তার সম্পর্কে খোদেজা খানমের ভাইয়ের স্ত্রী।

স্থানীয় লোকজন বলছেন, নির্বাচনে সহজ জয় পেতে ভাবিকে ডামি হিসেবে প্রার্থী করেছেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোদেজা খানম। খোদেজা খানম ২০১৮ সাল থেকে জেলা পরিষদের সদস্য ছিলেন। অপর দিকে তাঁর বড় ভাই মোজাম্মেল হকের স্ত্রী নুর জাহান আক্তার একজন গৃহিণী ও নির্বাচনী মাঠে একদম অপরিচিত মুখ।

২৯ মে সোনাগাজী উপজেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৫ মে যাচাই-বাছাইয়ে সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আজ ১২ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ১৩ মে নির্বাচনে চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে তিনজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে ননদ-ভাবির প্রার্থী হওয়ার কারণ জানতে চাইলে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী খোদেজা খানম বলেন, ‘নির্বাচনে যে কেউ প্রার্থী হতেই পারেন। ভোটের মাঠে ননদ-ভাবি বলতে কিছু নেই। এখন আমাদের পরিচয় একে অপরের প্রতিদ্বন্দ্বী।’

অপর প্রার্থী নুর জাহান আক্তারের সঙ্গে কথা বলতে একাধিকবার চেষ্টা করেও মুঠোফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

উপজেলার মঙ্গলকান্দি এলাকার আবুল কাশেম বলেন, এবার মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট হবে লোকদেখানো। হয়তো ভোটের আগে ননদকে সমর্থন করে ভাবি নির্বাচনী মাঠ থেকে সরে যাবেন। তখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় খোদেজা খানম নির্বাচিত হবেন।


আরও সংবাদ

জরুরি হটলাইন