• বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৮:২৮ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা ।

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ১০৪
সোমবার, ১৩ মে, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

১২ মে রবিবার সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে, আইন শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, পিপিএম-সেবা, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রমেশ চন্দ্র সেন

এমপি, সভাপতি, পানি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও সদস্য, উপদেষ্টা পরিষদ, বাংলাদেশ আওয়ামী লীগ এবং দ্রৌপদী দেবী আগরওয়ালা, এমপি, সংসদ সদস্য। সভায় পুলিশ সুপর বক্তব্যে বলেন, ঠাকুরগাঁও জেলা পুলিশের অর্জনসমূহ, মাদক নিয়ন্ত্রনে কঠোর আইন প্রয়োগ, বাল্য বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ, যানজট নিরসন, চুরি ও ডাকাতি প্রতিরোধ এবং দিবারাত্রি পুলিশি টহল জোরদার সহ নানা দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি ঠাকুরগাঁও জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। এছাড়া আরো উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার সকল উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সকল থানার অফিসার ইনচার্জ গণ , জেলা কর্মকর্তাগণ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক, সাংবাদিক সহ অনেকেই উপস্থিত ছিলেন ।

 


আরও সংবাদ

জরুরি হটলাইন