• বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০২:৪৬ পূর্বাহ্ন

সোশ্যাল মিডিয়ায় স্টান্টবাজি করে অতিরিক্ত পপুলার হতে নাই : হিল্লোল

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৭৫
মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
অভিনেতা ও ফুড ব্লগার আদনান ফারুক হিল্লোল। ছবি : সংগৃহীত
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

দেশের একসময়ের জনপ্রিয় অভিনেতা আদনান ফারুক হিল্লোল। অভিনয় বাদ দিয়ে তিনি এখন ফুল টাইম ফুড ব্লগিং করেন। ঘুরে বেড়ান দেশ বিদেশে। খেয়ে দেখান বিভিন্ন দেশের ঐতিহাসিক সব খাবার। এবার তিনি সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত জনপ্রিয়তা পাওয়া নিয়ে মুখ খুলেছেন।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাসও দিয়েছেন তিনি। লিখেছেন, ‘সোশ্যাল মিডিয়ায় স্টান্টবাজি করে অতিরিক্ত পপুলার হতে নাই, আমি খেয়াল করে দেখছি, তাতে করে পরবর্তীতে গজব নাজিল হয়! এমন উদাহরণ বাংলাদেশে অনেকগুলো আছে।’

তবে উপদেশটি কাউকে উল্লেখ করে দেননি এই অভিনেতা। তবে অনেকেই মনে করছেন কথাগুলো তিনি আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান রাফসানকে নিয়ে দিয়েছেন।

কারণ কিছুদিন আগেই এই কনটেন্ট ক্রিয়েটর তার বাবা মো. জাকারিয়া এবং তার মা কাজী নুরুন্নেছা সেহেলিকে একটি দামি গাড়ি উপহার দেন। যার ভিডিও সামাজিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করেন তিনি। এরপরই শুরু হয় আলোচনা। বেরিয়ে আসে তাদের বিরুদ্ধে তিন কোটি ১৫ লাখ টাকা ঋণ পরিশোধ না করার অভিযোগ। এরপরই সমালোচনার মুখে পরেন রাফসান।


আরও সংবাদ

জরুরি হটলাইন