• শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন

নটর ডেম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ডিবেট ফেস্ট

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৬৯
মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
নটর ডেম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ডিবেট ফেস্ট-২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

দেশের প্রতিটি জায়গায় যুক্তিভিত্তিক চিন্তা-চেতনা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নটর ডেম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ডিবেট ফেস্ট-২০২৪।

মঙ্গলবার (১৪ মে) বাংলাদেশ ডিবেটিং ক্লাব বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে।

এতে প্রধান অতিথি ছিলেন অভিনয় শিল্পী ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়া। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. ফাদার চার্লস বি গডন, ট্রেজারার ড. ফাদার আদম এস পেরেরা, রেজিস্ট্রার ড. ফাদার লেনার্ড শংকর রোজারিও, ক্লাব কো-অর্ডিনেটর সিস্টার সাগরিকা মারীয়া গমেজ প্রমুখ।

রেজিস্ট্রার ড. ফাদার লেনার্ড শংকর রোজারিও বলেন, একজন বিতার্কিকের প্রথম বৈশিষ্ট্য হলো যোগাযোগের সক্ষমতা। এই সক্ষমতা ছাড়া একজন বিতার্কিত সফল হতে পারে না।

তমা চৌধুরী তুলি, জিহাদ আল মেহেদী ও চন্দ্রিকা মণ্ডল বারোয়ারি বিতর্কে অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের চার বিভাগ থেকে ‘নটর ডেমে আমরাই সেরা’ শীর্ষক রম্য বিতর্কে অংশ নেন চারজন শিক্ষার্থী।

নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ডিবেটিং ক্লাব প্রতিবছর বিভিন্ন ধরনের বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এর মধ্যে আন্তঃবিশ্ববিদ্যালয়, রম্য বিতর্ক, বারোয়ারি বিতর্ক ও পার্লামেন্টারি বিতর্ক উল্লেখযোগ্য।

 


আরও সংবাদ

জরুরি হটলাইন