• মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১০:২৩ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় জিংক সমৃদ্ধ চালের উপকারিতা বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান ।

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৭৪
শনিবার, ১৮ মে, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে পুষ্টির চাহিদা মেটাতে জিংক সমৃদ্ধ চালের উপকারিতা বিষয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৮ মে শনিবার ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের আরাজি গুঞ্জরগড় উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। হারভেস্টপ্লাস এর বাস্তবায়নে “রিয়েক্টস-ইন প্রজেক্ট” এর আওতায় ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের আরাজি গুঞ্জনগড় উচ্চ বিদ্যালয় হলরুমে “জিংক গম ও জিংক ধান” শীর্ষক “স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম” এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহজাহান, ইএসডিও’র রিয়েক্টস-ইন প্রজেক্টের ফোকাল পার্সন কৃষিবিদ মো: আশরাফুল আলম, পিসি মো: কামরুল ইসলাম ও স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। অনুষ্ঠানে বিদ্যালয়ের ১০৫ জন শিক্ষার্থী, ১১ জন শিক্ষক সহ মোট ১১৬ জন অংশগ্রহনকারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তাগণ জিংক ধান ও গমের উপকারিতা, মানব দেহে জিংকের পয়োজনীয়তা, জিংক গমের রুটি ও জিংক ধানের ভাত নিয়মিত খাওয়ার মাধ্যমে জিংকের ঘাটতি মেটানোসহ নানা বিষয়ে আলোচনা করেন।

 


আরও সংবাদ

জরুরি হটলাইন