ব্যস্ততম সড়কজুড়ে চলছিল গাড়ির সারি। তবে হঠাৎ থমকে দাঁড়াল সবাই। বন্ধ হয়ে গেল যান চলাচল। কারণ অনুসন্ধানে দেখা গেল সড়কের মাঝে হাজির ভালুক। তার জন্য থমকে গেছে যান চলাচল। আর ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যালিফোর্নিয়ায়।
শুক্রবার (১৭ মে) এবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গেল সপ্তাহে সাউথ ক্যালিফোর্নিয়ার ফ্রিওয়েতে যাত্রীরা অপ্রত্যাশিত বিলম্বের মুখে পড়েছেন। সড়কের মাঝে হঠাৎ একটি ভালুক হাজির হয়। ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। গেল মঙ্গলবার (১৪ মে) নিউহল অ্যাভিনিউয়ের কাছে এমন ঘটনা ঘটে।
সড়কে ভালুক হাজিরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, দিনের ব্যস্ততম সময়ে সড়কে যানবাহনের বিশাল ভিড় লেগে রয়েছে। এ সময় যাত্রীদের চমকে দিয়ে রাস্তায় হেলেদুলে বেড়াচ্ছে একটি ভালুক। গাড়িগুলো থেমে থাকায় ধীরেসুস্থে এটি সড়কটি পার হয়ে যায়। এরপর এটি পাহাড়ের দিকে চলে যায়। এ সময় গাড়ির সারি দেখেও বিন্দুমাত্র বিকার আচরণ করেনি ভালুকটি।
তিনি জানান, ভালুকটি রাস্তা পাড়ি দেওয়ার সময় গড়িচালকেরা ধৈর্য ধরে অপেক্ষা করেছেন। রাস্তায় অপ্রত্যাশিত এ বাধায় কারো আচরণ অস্বাভাবিক দেখা যায়নি।