• বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৩:৫৭ অপরাহ্ন

সার্বজনীন পেনশন স্কিম নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষকরা

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৭৮
রবিবার, ১৯ মে, ২০২৪
সার্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’ বাতিলের দাবিতে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষক নেতৃবৃন্দ। ছবি : সংগৃহীত
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

সার্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’-এ অন্তর্ভুক্তি নিয়ে ক্ষোভে ফুঁসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এ পদ্ধতি বাতিলের দাবিতে নতুন কর্মপরিকল্পনা করেছেন শিক্ষকরা। সেসব বিষয় জানাতে আগামীকাল সোমবার (২০ মে) বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে ডেকেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।

রোববার (১৯ মে) ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানতে চাইলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া রোববার সন্ধ্যায় কাকে বলেন, সার্বজনীন পেনশন পদ্ধতি বাতিলের দাবিতে সোমবার আমাদের কর্মসূচি ঘোষণা করা হবে। কর্মসূচির মধ্যে রয়েছে- ২৬ মে মানববন্ধন এবং ২৮ মে ও ৪ জুন কর্মবিরতি পালন। এর মধ্যে দাবি আদায় না হলে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিকে শিক্ষক ফেডারেশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৩ মার্চ অর্থমন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বর্তমান পেনশন ব্যবস্থা থেকে বের করে সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’-এর অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে আগামী ১ জুলাই এবং তৎপরবর্তীতে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এ বিষয়ে পরবর্তী কর্মপরিকল্পনা ঘোষণা করার জন্য সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

প্রসঙ্গত, নতুন পেনশন স্কিম বাতিলের দাবিতে ক্যাম্পাসে ক্যাম্পাসে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি), খুলনা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে একই দাবিতে কর্মসূচি পালিত হয়েছে।


আরও সংবাদ

জরুরি হটলাইন