• বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৬:৩৫ পূর্বাহ্ন

গাজীপুরের শ্রীপুর উপজেলা ইসির সিদ্ধান্ত স্থগিত, প্রতিমন্ত্রীর ভাইয়ের প্রার্থিতা বহাল

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৭৭
রবিবার, ১৯ মে, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

গাজীপুরের শ্রীপুর উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী জামিল হাসানের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। একাধিকবার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ইসি ১৫ মে জামিলের প্রার্থিতা বাতিল করেছিল।

ইসির ওই সিদ্ধান্তের বৈধতা নিয়ে জামিলের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি মো. আখতারুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার রুলসহ আদেশ দেন। একই সঙ্গে নির্বাচনে জামিলকে অংশ নিতে সুযোগ দেওয়ার জন্য ইসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

জামিল হাসান গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলীর বড় ভাই।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী ও আইনজীবী মোহাম্মদ আশরাফ আলী। নির্বাচন কমিশনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মুনতাসীর মাহমুদ রহমান।

পরে আইনজীবী মোহাম্মদ আশরাফ আলী প্রথম আলোকে বলেন, জামিল হাসানের প্রার্থিতা বাতিল করে ইসির দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে চেয়ারম্যান পদে জামিল হাসানের প্রার্থিতা বহাল হলো। হাইকোর্ট তাঁকে নির্বাচনে অংশ নিতে সুযোগ দেওয়ার জন্য ইসিকে নির্দেশ দিয়েছেন। ফলে ২১ মে অনুষ্ঠেয় ওই নির্বাচনে জামিল হাসান চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।


আরও সংবাদ

জরুরি হটলাইন