নিহত ওই ব্যক্তির নাম তাপস কুমার বিশ্বাস (৪০)। তিনি ওজোপাডিকোর মাগুরা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর দায়িত্বে ছিলেন। তাঁর বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায়।
ওজোপাডিকোর মাগুরা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব প্রথম আলোকে বলেন, ‘গতকাল রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাপস নড়াইল থেকে মাগুরা শহরের দিকে আসছিলেন। কারও বাসায় দাওয়াত শেষে মাগুরা ফিরছিলেন বলে আমাদের ধারণা। দুর্ঘটনার সময় তাপস একাই ছিলেন মোটরসাইকেলে।’
আহসান হাবীব আরও জানান, গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগার পর ঘটনাস্থলেই তাপসের মৃত্যু হয়। পরে তাঁর মরদেহ উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়। রাতেই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।