রাঙামাটির লংগদুতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুই কর্মীকে গুলি করে হত্যার প্রতিবাদে সোমবার (২০ মে) ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধাবেলা সড়ক ও নৌপথে অবরোধ চলছে।
অবরোধের কারণে সকাল থেকে রাঙামাটি-চট্টগ্রাম, রাঙামাটি-খাগড়াছড়ি, রাঙামাটি-বান্দরবান রোডে বাস চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে কোনো যাত্রীবাহী বাস রাঙামাটি ছেড়ে যায়নি এবং কোনো বাসও রাঙামাটি আসেনি।
তবে অবরোধের প্রভাব পড়েনি জেলা শহরে। যান চলাচল স্বাভাবিক রয়েছে শহরে। অবরোধের সমর্থনে রাঙামাটি খাগড়াছড়ি ও সাজেক সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে ইউপিডিএফের কর্মী-সমর্থকরা।
অবরোধে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাড়তি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করেছে প্রশাসন।
এর আগে শনিবার (১৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে লংগদু উপজেলার বড়হাড়ি কাবার ভালেদি ঘাট পার্শ্ববর্তী স্থানে একদল সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ ইউপিডিএফ কর্মীদের ওপর হামলা চালালে ঘটনাস্থলে ইউপিডিএফ সদস্য বিদ্যাধন চাকমা ওরফে তিলক ও সমর্থক ধন্য মনি চাকমা নিহত হন।