মো. নাজমুল হাসান, ফুলবাড়ী, কুড়িগ্রাম, প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্বধনিরাম গ্রামের এক অভাবী পরিবারে জন্ম নেয়া অদম্য মেধাবী মিনারজিম দিনমুজুরী ও প্রাইভেট পড়ার টাকায় এবার এসএসসি পরীক্ষায় বড়ভিটা বহুমূখী উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ গোল্ডেন প্লাস অর্জন করেছে।
অদম্য মেধাবী মিনারজিম জানান, ‘আমি একটু গাইড পেলে লেখাপড়ায় সেরা হবো। আমাকে লেখাপড়ায় কেউ আটকাকাতে পারবেনা’। আমি সেরা মেধাবীদের তালিকায় থেকে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে দেশ ও জাতীর সেবা করতে পারবো’।
জানা গেছে, অদম্য মেধাবী মিনারজিম ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্বধনিরাম গ্রামের প্রতিবন্ধী মনিরুজ্জামান ও মাতা হালিমা বেগমের একমাত্র পুত্র সন্তান। পিতা-মাতার আশা ছিল মিনারজিমকে ইসলামী লাইনে লেখা পড়া করাবে।পিতা-মাতার এই স্বপ্ন বাস্তবায়নে মিনারজিম ছোট থেকে কোরআন শিক্ষা শুরু করে। পাশাপাশি জেনারেল লাইনে লেখা পড়া চালায়। তার অদম্য ইচ্ছায় ২০২১ সালে ফুলবাড়ী ফায়ার সার্ভিস তালিমুল কোরআন মডেল বালক ও বালিকা মাদ্রাসা থেকে কোরআনে হাফেজ হয়।
এরপর বড়ভিটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসিতে সেরা ফলাফল করার জন্য মনোনিবেশ শুরু করেন। এখানে ফাস্ট বয় ছিল। লেখাপড়ার খরচ জোগাতে প্রাইভেট পড়ানোসহ দিনমজুরী দিতে হয় তাকে। অবশেষে নিজের কষ্টের উপার্জিত পয়সা, পিতা-মাতা, আত্মীয়-স্বজন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকদের সহযোগিতায় এবার এসএসসিতে বিজ্ঞান বিভাগে জিপিএ গোল্ডেন প্লাস অর্জন করেছে। তার প্রাপ্ত নম্বর ১১৫৩।
মিনারজিমের পিতা মনিরুজ্জামান জানান, আমার ছেলে মিনারজিমের জিপিএ গোল্ডেন প্লাস অর্জন আমাদের আনন্দ দিয়েছে। আমি ভাবতে পারি নাই আমার ছেলে এতো ভালো রেজাল্ট করবে। আমি একজন প্রতিবন্ধী মানুষ ছেলের জন্য কিছু করার ক্ষমতা আমার নেই। তাই ছেলেটার স্বপ্ন পূরণের জন্য আমি সবার কাছে দোয়া ও সহযোগিতা চাচ্ছি।
মিনারজিমের মা হালিমা বেগম, কান্নাজড়িত কন্ঠে জানান, আমরা ছেলে মিনারজিম কষ্ট করে লেখাপড়া চালিয়ে কোরআনে হাফেজ হয়েছে। আমি তাকে ইসলামী রাইনে বেশিদুর লেখা পড়া করাতে পারি নাই। সে শুধু হাফেজ হয়েছে। এরপর ছেলেটা নিজের দিনমজুরী দেয়া টাকা ও প্রাইভেট পড়ার টাকায় এবার এসএসসি পরীক্ষায় জিপি-এ গোল্ডেন প্লাস অর্জন করেছে।
তিনি আরও বলেন আমার ছেলে মিনারজিমের স্বপ্ন সে উচ্চ শিক্ষা অর্জন করে চাকুরী করে দেশ-জাতির সেবা করবে। কিন্তু আমরা অসহায় গরীব তার লেখা পড়ার খরচ চালাতে পারবো না। এতে তার স্বপ্ন ভাঙতে পারে। এজন্য আমি আমার ছেলের জন্য সবার কাছে সহযোগিতা কামনা করছি। সবাই আমার ছেলে মিনারজিমের পাশে দাঁড়ালে আমার ছেলের স্বপ্ন পূরণ হবে।
অদম্য মেধাবী মিনারজিম জানান, আমি আল্লাহর রহমতে ২০২১ সালে ফুলবাড়ী ফায়ার সার্ভিস তালিমুল কোরআন মডেল বালক ও বালিকা মাদ্রাসা থেকে কোরআনে হাফেজ হয়েছি। এরপর জেনারেল লাইনে লেখাপড়া করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ জাতির সেবা করার জন্য প্রাইভেট ও দিনমুজুরী দিয়ে এবার এসএসসি পরীক্ষায় জিপিএ গোল্ডেন প্লাস পেয়েছি।
আমার এ প্রচেষ্টা ও স্বপ্নের মাঝে আমি একটু গাইড পেলে লেখাপড়ায় সেরা হবো। পাশাপাশি আমার স্বপ্ন একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন পূরণ করে দেশ জাতির সেবা করতে পারবো।
এ ব্যাপারে ফুলবাড়ী ইউএনও রেহেনুমা তারান্নুম জানান, অদম্য মেধাবী মিনারজিমের বিষয়ে বিস্তারিত জেনে তাকে সহযোগিতার চেষ্টা করা হবে।