• শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ন

দলীয় স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে সরকার : গণতন্ত্র মঞ্চ

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৬৩
বুধবার, ২২ মে, ২০২৪
গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের বর্ধিত সভায় উপস্থিত নেতৃবৃন্দ।
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

গণতন্ত্র মঞ্চের নেতারা অভিযোগ করে বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে গিয়ে রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে নিজেদের দলীয় স্বার্থে ব্যবহার করছে। রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকেও জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে। তাদের পেশাদার দায়িত্বশীলতাকে ক্ষুণ্ন করা হয়েছে।

তারা দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে জনআকাঙ্ক্ষা অনুযায়ী দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

বুধবার (২২ মে) বিকেলে রাজধানীর ধানমন্ডিস্থ বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) এটিএম হায়দার মিলনায়তনে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের এক বর্ধিত সভায় এসব কথা বলেন নেতারা।

মঞ্চের বর্তমান সমন্বয়ক ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

অনুষ্ঠানে গণতন্ত্র মঞ্চের ছয়টি রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় গণতন্ত্র মঞ্চের নেতারা আরও বলেন, সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা দেশের মর্যাদা ক্ষুণ্ন করেছে। এর আগে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে প্রতিষ্ঠান হিসেবে র‍্যাব এবং বাহিনীর ৭ জন কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয়। ওই ঘটনায়ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।


আরও সংবাদ

জরুরি হটলাইন