• বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে চুরির অপবাদে মা ও ছেলেকে নির্যাতন, ৭ ঘন্টা পর মায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার ।

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৮৯
বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁও জেলায় চুরির অপবাদে ছেলে ও মাকে নির্যাতনের ৭ ঘণ্টা পর মায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ মে) সকালে ঠাকুরগাঁও পৌর শহরের পরিষদ পাড়ার লিচু বাগানের গাছ থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত দায়ন ঋষি পরিষদ পাড়ার বিশু ঋষির স্ত্রী। নিহতের স্বজনরা জানায়, দায়নের একমাত্র ছেলে রাজন ঋষিকে ৩ লক্ষ টাকা চুরির অপরাধে মার-ধর ও নির্যাতন করে একই পাড়ার আমজাদ নামের এক ব্যক্তি ও তার সহযোগিরা।
নির্যাতন সইতে না পেরে এক পর্যায় রাজন বলে চুরিকৃত টাকা তার মায়ের কাছে রেখেছে। এমন কথা শোনার পর আমজাদের লোকজন নিহত দায়ন ও তার স্বামী বিশুকে বেধড়ক মারপিট করে। পরবর্তীতে সন্ধ্যায় মা দায়ন ও ছেলে রাজন ঋষিকে থানায় নিয়ে যাওয়া হয়। থানা থেকে ফেরার পথে ছেলেকে বাসায় নামিয়ে দিয়ে মা দায়ন ঋষিকে নিয়ে যায় আমজাদের লোকেরা। কিন্তু সারারাত দায়ন আর ঘরে ফেরেনি। পরদিন সকালে তার ঝুলন্ত মরদেহ বাড়ির পাশে লিচু বাগান থেকে উদ্ধার করে এলাকাবাসি। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ থানায় নিয়ে যায় এবং ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয় । এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। নিহত দায়নের লাশ নিয়ে আদিবাসী গোষ্ঠী ঠাকুরগাঁও থানায় বিচারের দাবিতে অবস্থান নেয়। এ ব্যপারে ঠাকুরগাঁও জেলা অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার বলেন, তদন্ত সাপেক্ষে দোষীদের যথাযথ আইনের আওতায় আনা হবে।

 


আরও সংবাদ

জরুরি হটলাইন