ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন পুলিশ সুপার
(নরসিংদী জেলা প্রতিনিধি মো শাহাদাত শাহ্ বেলাবো নরসিংদী?)
নরসিংদী, ২৫ সেপ্টেম্বর: আজ বৃহস্পতিবার নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থানটি পরিদর্শনে যান নরসিংদীর পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম।
তিনি অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ কলিমুল্লাহ, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং তাপবিদ্যুৎ কেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার জানান, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে। প্রাথমিক তদন্তে জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে, বিদ্যুতের সরবরাহ স্বাভাবিক রাখতে দ্রুত মেরামতের কাজ শুরু হয়েছে।