নরসিংদীতে মাদক ও অপরাধ দমনে পুলিশের কঠোর অভিযান: ২৪ ঘণ্টায় ৫৯ জন গ্রেফতার
(জেলা প্রতিনিধি:মো শাহাদাত শাহ্ বেলাবো নরসিংদী)
নরসিংদী, ২৫ সেপ্টেম্বর ২০২৫: নরসিংদী জেলায় মাদক এবং অপরাধ দমনে এক সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ। এই অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে মাদক ব্যবসায়ী ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত আসামিও রয়েছেন।
জেলা পুলিশ সুপার নরসিংদীতে অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণে আনতে প্রতিটি থানা ও পুলিশ ইউনিটকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় এই বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।
অভিযানে দুই কুখ্যাত অপরাধীকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে একজন হলেন মোঃ মজিদ রানা, যিনি মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত। আরেকজন হলেন মোঃ জাকির হোসেন, যিনি দ্রুত বিচার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি। এছাড়া, মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবাসহ ছয়জন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
নরসিংদী জেলা পুলিশ সাধারণ মানুষের প্রতি অপরাধ সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।