চট্টগ্রাম নগরীতে ভিন্ন ভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঈগল পরিবহনের চালকসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ মে) বহদ্দারহাট ও কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ঈগল পরিবহনে তল্লাশি চালিয়ে চার হাজার ইয়াবা ও ছয় কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন, বাসের চালক শওকত ওসমান (৩৩), মাদক ব্যবসায়ী মো. শাহজাহান (৩২), মো. নিজাম (২৮) ও মো. আকবর (১৯)।
পুলিশ জানিয়েছে, ইয়াবা ও গাঁজার একটি চালান কক্সবাজার থেকে চট্টগ্রাম আসছে এবং এগুলো চট্টগ্রামের দুই-তিন স্থানে সরবরাহ করবে-এমন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
বিকেল ৩টায় বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় ঈগল পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে চার হাজার পিস ইয়াবা ও একটি নম্বরবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়। একইসঙ্গে বাসচালকসহ দুজনকে আটক করা হয়। অন্যদিকে সকালে সাড়ে ৭টায় কাপ্তাই রাস্তা এলাকার মেহেরাজ খান চৌধুরী ঘাটার তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে ছয় কেজি গাঁজাসহ দুজনকে আটক করা হয়।
চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির প্রতিদিন খবরকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা দেশের সীমান্তবর্তী এলাকা টেকনাফ, কক্সবাজার ও চট্টগ্রাম থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।