জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তীতে কবির সমাধিতে জাকের পার্টির নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেছেন। শনিবার (২৪ মে) সকালে তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সলের পক্ষ থেকে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে ফাতেহা শরীফ পাঠ করে মোনাজাত করা হয়।
এর আগে কবির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
সকালে ঢাবির কেন্দ্রীয় মসজিদসংলগ্ন কবির সমাধিতে এ শ্রদ্ধা জানায় সংগঠনটি।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র সহসভাপতি মাসুম বিল্লাহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দীন শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আক্তার শুভসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হলের নেতারা।