• রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৫:৩৪ পূর্বাহ্ন

কাল যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৬৩
শনিবার, ২৫ মে, ২০২৪
গ্যাস প্রতিকীঃ অনলাইন সংগৃহীত
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

গ্যাস বিতরণ এলাকায় নিয়মিত পাইপলাইনের কাজ করছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। ঢাকা, আশপাশের জেলা ও ময়মনসিংহে গ্যাস বিতরণকারী সংস্থা বলছে, আগামীকাল রোববার টাঙ্গাইলের এলেঙ্গা থেকে কালিয়াকৈর পর্যন্ত এলাকায় ১০ ঘণ্টা সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি জানিয়েছে দেশের বৃহত্তম গ্যাস বিতরণ সংস্থা তিতাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুভল্যা, মির্জাপুর এলাকায় গ্যাসের পাইপলাইন মেরামত বা স্থানান্তর কাজের জন্য রোববার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে বলে তিতাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।


আরও সংবাদ

জরুরি হটলাইন