কুরুলুস উসমানের নায়ক বুরাক অ্যাজিভিট ঢাকায় আসছেন এটি অনেক আগেই ভক্তদের নিশ্চিত করেছিলেন এই অভিনেতা। নিজের ফেসবুক পেজ থেকে অনুষ্ঠানিকভাবে ঘোষণার মাধ্যমে জানান। এবার ঢকায় পা রাখলেন তিনি। শুক্রবার (ঢাকায় এসে পৌঁছেন জনপ্রিয় এ অভিনেতা।
বিমানে ওঠার আগে বুরাক আবরও ফেসবুকে এক ভিডিও বার্তায় বুরাক জানান, তিনি রওনা হয়েছেন ঢাকার উদ্দেশে। বুরাক ঢাকায় এসে উঠেছেন একটি বেসরকারি হোটেলে। সেখান থেকে ২৬ ভক্তদের সঙ্গে দেখা করবেন তিনি। তবে কোন লোকেশনে ভক্তদের সঙ্গে তার মতবিনিময় হবে সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু প্রকাশ করা হয়নি।
এর আগে জানানো হয় বাংলাদেশে এ অভিনেতা বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণেই এসেছেন। তবে কয়দিনের সফরে ঢাকায় এই নায়ক সে বিষয়েও রাখা হয়েছে গোপনীয়তা।
তুরস্কের বেশ কয়েকটি ড্রামা সিরিজে অভিনয় করে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেয়েছেন বুরাক। বাংলাদেশেও রয়েছে তার অসংখ্য ভক্ত।