চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে নবজাতকের লাশ পাওয়া গেছে। তবে কে বা কারা এই লাশ রেখে গেছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। নবজাতকের বয়স আনুমানিক ২ মাস।
শুক্রবার (২৪ মে) ক্যাম্পাস থেকে শহরগামী শাটল ট্রেন চট্টগ্রাম স্টেশনে রাতে পৌঁছলে ২২০৪নং বগিতে মরদেহ পাওয়া যায়।
নবজাতকের মরদেহের বিষয়টি নিশ্চিত করে ষোলশহর স্টেশন মাস্টার জয়নাল আবেদীন বলেন, বিশ্ববিদ্যালয় শাটলের ২২০৪ নম্বর বগিতে মরদেহটি পাওয়া যায়। পরে চট্টগ্রাম রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে তারা রেলওয়ের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে মরদেহটি হস্তান্তর করে।
বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ সেশনের এক শিক্ষার্থী জানান, রাতের শাটল ট্রেন ষোলশহর স্টেশন পৌঁছলে একজন ব্যক্তিকে সাদা রঙের ব্যাগ নিয়ে ট্রেনে উঠতে দেখেছি। নবজাতক শিশুটিকে যেমন ব্যাগে পাওয়া গিয়েছে তেমনই একটি ব্যাগ নিয়ে ওই ব্যক্তি ট্রেনে ওঠেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. অহিদুল আলম বলেন, শাটল ট্রেনে পাওয়া নবজাতকের লাশ বর্তমানে চট্টগ্রাম রেলওয়ের জিআরপিতে আছে। এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন।