শনিবার (২৫ মে) সকালে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা শহরে এমপি আনারের বাড়ির সামনে অবস্থান কর্মসুচি পালন করেন। এমপি আনার হত্যার প্রতিবাদ, সুষ্ঠু বিচার, মূল পরিকল্পনাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া সাধারণ জনতার মধ্যে কয়েকজন ক্ষোভে ফুসে ওঠে বলেন, ‘শুনেছি আমাদের এমপির শরীর কেটে টুকরো টুকরো করা হয়েছে। খুনিরা কি তার জামা কাপড় জুতা স্যান্ডেলও কেটে কেটে টুকরা করেছে। আমরা এমপির ব্যবহৃত জামা কাপড় সামগ্রী ফেরত পেতে চাই।’ একই সঙ্গে খুনিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানান নেতাকর্মীরা।
অবস্থান কর্মসূচি থেকে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু বলেন, ‘আমাদের প্রিয় নেতা এমপি আনার হত্যাকারীদের ধরতে হবে। শুনছি নৃশংসভাবে তাকে কেটে টুকরো টুকরো করেছে। আমরা তার মরদেহ বা টুকরো অংশ বা ডেথ সার্টিফিকেট পেতে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।’
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শিবলী নোমানী, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ, সাবেক জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল ও আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম প্রমুখ।