• মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৫:৫৪ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে ৬ নম্বর বিপৎসংকেত

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৫০
রবিবার, ২৬ মে, ২০২৪
ঝড়ের পুরোনো ছবি।
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘রিমাল’ এর প্রভাবে লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপকূলীয় অঞ্চলে ৬ নম্বর বিপৎসংকেত জারি করেছে আবহাওয়া অফিস।

শনিবার (২৫ মে) চট্রগ্রাম সমুদ্র বন্দর ও উপকূলীয় এলাকায় এ বিপৎসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

শনিবার মধ্যরাত থেকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও হালকা বাতাস দেখা যায়। তবে সময়ের সঙ্গে সঙ্গে বাতাস ও বৃষ্টির পরিমাণ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়ের ভয়াবহতা নিয়ে কিছুটা আতঙ্ক বিরাজ করছে উপকূলবাসীর মধ্যে। আবহাওয়া অফিসের মতে, রোববার মধ্যরাত নাগাদ যে কোনো সময়ে উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি।

উত্তাল মেঘনা নদীতে সকল প্রকার মাছ ধরা ট্রলার ও নৌকা নিরাপদে থাকার জন্য উপজেলা প্রশাসন এবং সিপিপির পক্ষ থেকে বারবার মাইকিং এর মাধ্যমে সতর্ক করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস বলেন, লক্ষ্মীপুরে ৬ নম্বর বিপৎসংকেত জারি করা হয়েছে। এতে লোকজনকে আতঙ্কিত না হয়ে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। উপজেলার ৯টি ইউনিয়নের আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে। সিপিপির স্বেচ্ছাসেবকদের মাধ্যমে প্রচার জোরদার করা হয়েছে। জরুরি প্রয়োজনে কন্ট্রোল রুম খোলা রাখাসহ সবদিক থেকে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু তাহের জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কন্ট্রোল রুমসহ মোট ১০টি মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। যে কোনো ধরনের জরুরি সেবা প্রদানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।

 

 

 


আরও সংবাদ

জরুরি হটলাইন