• রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৬:২৮ অপরাহ্ন

আরেকটি ধাক্কা দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে, অতঃপর

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৬৭
রবিবার, ২৬ মে, ২০২৪
দুর্ঘটনাকবলিত ট্রাক। ছবি : প্রতিদিন খবর
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

দিনাজপুরের পার্বতীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দেয় আরেকটি ট্রাক। এ ঘটনায় নুর আমিন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত আমিন ট্রাকের হেলপার ছিলেন।

শনিবার (২৬ মে) রাতে পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুর আমিন বগুড়া সদর উপজেলার বানদিঘী পূর্ব পাড়া গ্রামের মৃত. আব্দুল গফফারের ছেলে।

জানা গেছে, পঞ্চগড়ের আটোয়ারী ও নীলফামারীর ডোমার উপজেলা থেকে কাঁচা মরিচ নিয়ে পার্বতীপুর হয়ে কুষ্টিয়া যাচ্ছিল ট্রাকটি। পথিমধ্যে রাত ১১টার দিকে মরিচ বোঝাই ট্রাকটি পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের হলদিবাড়ি পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় পৌঁছায়। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পাথর বোঝাই অপর একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মরিচ বহনকারী ট্রাকের হেলপার নুর আমিন নিহত হয়। এ ঘটনায় চালক খায়রুল ইসলাম আহত হন।

খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ এবং পার্বতীপুর সিভিল ডিফেন্স এন্ড ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।

পার্বতীপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) হাফিজ মো. রায়হান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


আরও সংবাদ

জরুরি হটলাইন