• রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৬:২৮ অপরাহ্ন

বিমান বিধ্বস্ত, পাইলট নিহত

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ১১৩
রবিবার, ২৬ মে, ২০২৪
দুর্ঘটনাকবলিত বিমান। ছবি : সংগৃহীত
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

যুক্তরাজ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানের পাইলট নিহত হয়েছেন। শনিবার (২৫ মে) স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের লিংকনশায়ারে রয়েল এয়ার ফোর্স স্টেশনের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। জরুরি পরিসেবা বিমানটি বিধ্বস্তের খবর জানিয়েছে।

রয়েল এয়ার ফোর্স জানিয়েছে, বিমানটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন মেমোরিয়াল ফ্লাইটের সঙ্গে যুক্ত ছিল। বিমানটি বিধ্বস্তের কারণ অনুসন্ধানে তদন্তের কথা জানিয়েছে রয়েল ফোর্স।

বিবিসি জানিয়েছে, বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহতের ঘটনায় শোক জানিয়েছে রয়েল এয়ার ফোর্স কর্তৃপক্ষ। এছাড়া পাইলটের পরিবারকে তার মৃত্যুর খবর জানানো হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে ওই পাইলটের নাম জানানো হয়নি।

পুলিশ জানিয়েছে, ল্যানগ্রিক রোডে বিমানটি বিধ্বস্ত হয়েছে। এটি রয়েল এয়ার ফোর্সের কাছেই ছিল।প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পর এলাকার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া স্থানীয় সড়কটি ব্যবহারকারীদের বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।

এর আগে গত এপ্রিলে যুক্তরাষ্ট্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা সব আরোহী নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হয়।

সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে ডগলাস ডিসি-৫৪ নামের ওই কার্গো বিমানটি বিধ্বস্ত হয়। এটি স্থানীয় সময় সকাল ১০টার দিকে উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পরই তানানা নদীর কাছে বিমানটি বিধ্বস্ত হয়।

সংবাদমাধ্যম জানায়, বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি ফেয়ারব্যাঙ্কস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। ডগলাস ডিসি-৫৪ সিরিজের বিমান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্ত হয়েছিল। বর্তমানে বিশ্বে এ ধরনের অল্পকিছু বিমান চালু রয়েছে।


আরও সংবাদ

জরুরি হটলাইন