• সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন

ফুলবাড়ী উপজেলা নির্বাচনে, ভোট লড়াই তুঙ্গে

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ১১৪
রবিবার, ২৬ মে, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

মো. নাজমুল হাসান (ফুলবাড়ী,কুড়িগ্রাম) প্রতিনিধি

আসন্ন ২৯ মে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার নির্বাচনকে ঘিরে সৃষ্টি হয়েছে উৎসব মূখর পরিবেশ। প্রতিদিন প্রার্থীরা ব্যাস্ত দিন পার করছেন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে গিয়ে ভোট চাইতে। ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান পদে মোট চারজন প্রার্থী অংশগ্রহণ করলেও, অন্যান্য প্রার্থীদের প্রচার প্রচারণা থেকে কর্মী সমাবেশ ও জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থী গোলাম রব্বানী সরকার, (মোটর সাইকেল প্রতীক) এবং অপর প্রার্থী এজাহার আলী (ঘোড়া প্রতীক) ।
নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে প্রতিদিন মোটরসাইকেল প্রার্থী তার কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে এবং ঘোড়া মার্কার প্রার্থী তার সমর্থকদের নিয়ে, উপজেলার বিভিন্ন স্থানে পথসভা, মিটিং, মিছিল করে যাচ্ছেন। আগামীতে ফুলবাড়ী উপজেলার উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি জনগণকে দিয়ে ভোট চাইছেন। ফুলবাড়ী উপজেলায় তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন এ উপজেলার ৬ টি ইউনিয়নের মোট ১ লাখ ৪ হাজার ৫২৪ ভোটারের ভোট প্রয়োগে ২৯ মে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
উপজেলার বেশিরভাগ মানুষের দাবি প্রতিবারের ন্যায় তারা স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বকে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করে ফুলবাড়ী উপজেলার উন্নয়ন কামনা করেন। সারা জীবন ঢাকা শহরে বসবাস করে, শুধুমাত্র নির্বাচনের সময় বাড়িতে এসে, জনগণের কাছে ভোট চাইলেই জনগণ তাদেরকে ভোট দেবে না, বলে মনে করেন সুশীল সমাজ। বেশিরভাগ সাধারণ মানুষ মোটরসাইকেল ও ঘোড়া প্রতীকের উপর নির্ভর করে নির্বাচনের দিন গুনছে।


আরও সংবাদ

জরুরি হটলাইন