ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বরিশাল নগরীর রূপাতলী এলাকায় লিলি পেট্রোল পাম্পের পাশে দেয়ালধসে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
সোমবার (২৭ মে) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আরিচুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃতরা হলেন, ওই এলাকার হোটেলের মালিক লোকমান ও কর্মী মোকসেদুর রহমান। আহত আরেক কর্মী শাকিবকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বরিশাল নগরীর ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুলতান মাহমুদ বলেন, ভোরে লোকমান, মোকসেদুর ও শাকিব টিনশেডের তৈরি হোটেলের ভেতরে ঘুমিয়ে ছিলেন। এ সময় বাইরে রিমালের প্রভাবে সৃষ্ট ঝড়বৃষ্টির তাণ্ডব চলছিল। এক পর্যায়ে পাশের তিনতলা ভবনের ছাদের দেয়ালের কিছু অংশ ধসে হোটেলের টিনের চালে ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে দুজনের মরদেহ এবং অপরজনকে আহতাবস্থায় উদ্ধার করেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।