• মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০২:০৮ পূর্বাহ্ন

পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু সিলেটে

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৭৪
বুধবার, ২৯ মে, ২০২৪
ছবিঃ প্রতিদিন খবর
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

সিলেটের জকিগঞ্জে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে চাচাতো ২ বোনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ মে) সকালে উপজেলার সুলতানাপুর ইউনিয়নের গেছুয়া গ্রামের পুকুরে পড়ে তাদের মৃত্যু হয়।

জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকান্ত চৌধুরী প্রতিদিন খবরকে এ তথ্য নিশ্চিত করেন।

মৃত শিশুরা সুলতানাপুর ইউনিয়নের গেছুয়া গ্রামের গোউস উদ্দিনের মেয়ে ইভা (৭) ও ইকরাম উদ্দিনের মেয়ে শুভা (৮)। তারা সম্পর্কে চাচাতো বোন।

জানা যায়, বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয় তারা। পরে স্থানীয়রা মরদেহ পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত্যু ঘোষণা করেন।

সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) ইয়াহিয়া আল মামুন প্রতিদিন খবরকে বলেন, বাড়ির পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয় দুই চাচাতো বোন। স্থানীয় বাসিন্দারা তাদের মরদেহ পুকুর থেকে উদ্ধার করে। শিশুদের মরদেহ ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরও সংবাদ

জরুরি হটলাইন