• সোমবার, ১৭ মার্চ ২০২৫, ১০:২৬ অপরাহ্ন

ফুলবাড়ী উপজেলা নির্বাচনে অভিভাবক হলেন যারা

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ১৭৯
বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

মো. নাজমুল হাসান, (ফুলবাড়ী, কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান হিসেবে এজাহার আলী (ঘোড়া প্রতীক) ফুলবাড়ী উপজেলার ০৬ টি ইউনিয়নে সর্বমোট ২৭৬২৭ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদন্দী গোলাম রব্বানী সরকার (মোটর সাইকেল) প্রতীক সর্বমোট ভোট পেয়েছে ২৫৬৪২ এবং আব্দুস ছালাম (আনারস) প্রতীক ভোট পেয়েছেন ১৮১২৬ ও লুৎফর রহমান (কাপ পিরিচ) প্রতীক পেয়েছেন ৩২৮ ভোট।
অপর দিকে উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে মেহেদী হাসান (উড়োজাহাজ) প্রতীকে সর্বমোট ৪৫২৫২ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রার্থী উত্তম কুমার মোহন্ত (টিউবওয়েল) প্রতীক ভোট পেয়েছেন ২৪২৬৮ ভোট।
উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান হিসেবে শামীমা আক্তার পারুল (কলস) প্রতীক নিয়ে সর্বমোট ২৫৬৩১ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছে। অপর প্রার্থী লুনা শেখ ২২১৫২ ভোট এবং নার্গিস আক্তার (হাস) প্রতীক ২১৯৮৩ ভোট পেয়েছেন।
উল্লেখ্য যে, ফুলবাড়ী উপজেলার ০৬ টি ইউনিয়নের সর্বমোট ১ লাখ ৪৭ হাজার ৫২৩ ভোটারের ভোট প্রয়োগে ২৯ মে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ০৮.০০ ঘটিকা হতে বিকাল ০৪.০০ ঘটিকা পর্যন্ত ভোট গ্রহণ চলে। কোথাও কোন ধরনের বিশৃংখলা ব্যাতীত ৪৯.৯৩ শতাংশ ভোটার উপস্থিত হয়ে ভোট প্রদান করেন। নির্বাচনে সর্বক্ষন আইন শৃঙ্খলা বাহিনী টহল কার্যক্রম ছিল চোখে পড়ার মত। উপজেলার বেশিরভাগ মানুষের দাবি নির্বাচিত প্রার্থীগন এলাকার উন্নয়নকল্পে নিরলসভাবে কাজ করে যাবে।


আরও সংবাদ

জরুরি হটলাইন