ছবি : প্রতিদিন খবর
পটুয়াখালীতে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২৮ মে) পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ধূলেশ্বর ইউনিয়নে রিমালে নিহতদের পরিবারকে সান্ত্বনা এবং ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও সহায়তাসামগ্রী দেন তিনি।
এ সময় ডা. শফিকুর রহমান বলেন, ‘ঘূর্ণিঝড়সহ সকল বিপদ-মুছিবত মহান আল্লাহর পক্ষ থেকে আসে। কোনো বিপদই স্থায়ী থাকে না। আল্লাহর পরীক্ষা শেষ হলে বিপদও কেটে যায়। ভয়াবহ ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াতে ইসলামী সাধ্যমতো সহযোগিতা নিয়ে দাঁড়িয়েছে।’