
নরসিংদীতে অতিরিক্ত পুলিশ সুপারের ওপর চাঁদাবাজদের হামলা
(প্রতিবেদন) জেলা প্রতিনিধি: মো. শাহাদাত শাহ্)
নরসিংদী: চাঁদাবাজ দমনে অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শামীম আনোয়ার। শুক্রবার দুপুরে শহরের একটি এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় হামলায় তিনি আহত হয়েছেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে খবর, সম্প্রতি নরসিংদী শহরসহ বিভিন্ন এলাকায় অটোরিকশা, ট্রাক ও পণ্যবাহী গাড়ি থেকে অবৈধভাবে চাঁদা তোলার অভিযোগ বাড়ায় পুলিশ অভিযান জোরদার করে। এরই ধারাবাহিকতায় অতিরিক্ত পুলিশ সুপার শামীম আনোয়ার নিজেই ঘটনাস্থলে গিয়ে সরাসরি অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় অটোরিকশা থেকে চাঁদা তোলার অভিযোগে তিনি দুই চাঁদাবাজকে আটক করেন। তবে আটকের কিছুক্ষণের মধ্যেই চাঁদাবাজদের সহযোগীরা জটলা বেঁধে পুলিশ কর্মকর্তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা আটককৃতদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং এই হামলায় অতিরিক্ত পুলিশ সুপার শামীম আনোয়ার আহত হন।
আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল এক কর্মকর্তা জানিয়েছেন, হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি, চাঁদাবাজ দমনে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, ইদানীং নরসিংদী জেলায় চাঁদাবাজি বন্ধে পুলিশের ভূমিকায় সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করলেও, এই হামলার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।