মো. নাজমুল হাসান (ফুলবাড়ী, কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের কিশোর-শিশোরী ক্লাব স্থাপন প্রকল্প কিশোর-কিশোরীদের জন্য এক উন্নয়ন বয়ে আনছে। এ প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন ইউনিয়নের চলমান কিশোর-কিশোরী ক্লাবে ভর্তিরত কিশোরী-কিশোরীরা জেন্ডার বৈষম্য, বাল্য বিবাহ, যৌতুক, ইভটিজিং, মাদকসহ নানা অপরাধমূলক কর্মকান্ড সম্পর্কে সচেতন হচ্ছে। পাশাপাশি সঙ্গীত, আবৃতি ও তারা কারাতে প্রশিক্ষণ নিয়ে নিজেরা বাড়তি জ্ঞান অর্জন করছে।
কিশোর-শিশোরী ক্লাব স্থাপন প্রকল্প কিশোর-কিশোরীরা অদম্য মেধার অধিকারী হয়ে এলাকায় কুড়াচ্ছে সুনাম। অন্যান্য স্থানের মতো কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় কিশোর-কিশোরী ক্লাবের ভর্তিরত শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা বৃদ্ধি করছে।
এরমধ্যে ফুলবাড়ী সদর ইউনিয়নের পানিমাছকুটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্লাবের আয়শা খাতুন এক কিশোরী এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে অদম্যতার পরিচয় বহন করে এলাকায় সুনাম কুড়িয়েছে। সে ফুলবাড়ী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ অর্জন করে।
অভাবের সংসারে বেড়ে ওঠা অদম্য মেধাবী আয়শা খাতুনকে তার অদম্য মেধার সম্মাননা উপহার দিয়েছে পানিমাছকুটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষক ও জেন্ডার প্রোমোটর। শনিবার আবৃতি ক্লাস চলাকালীন সময়ে তাকে সম্মাননা উপহার হিসেবে পোশাক ও ডায়রি-কলম দেয়া হয়।
জেন্ডার প্রমোটর তিতাস চন্দ্র রায় ও সঙ্গীত শিক্ষক রফিকুল ইসলামের পক্ষ থেকে প্রদত্ত সম্মাননা উপহার অদম্য মেধাবী আয়শা খাতুনের হাতে তুলে আবৃতি শিক্ষক সাংবাদিক ইউনুছ আলী আনন্দ। সম্মাননা উপহার পেয়ে অদম্য মেধাবী আয়শা খাতুন আনন্দে আবেগাপ্লুত হন।
সে এ সময় সবাইকে অভিনন্দন জানান ও নিজের স্বপ্ন একজন সরকারি কর্মকর্তা হওয়ার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।