
শিবপুরে চুরি হওয়া অটোরিক্সাসহ দুই চোর আটক
নরসিংদী প্রতিনিধি: মো শাহাদাত শাহ্ বেলাবো
নরসিংদী জেলার শিবপুর থানাধীন মাছিমপুর ইউনিয়ন কলেজ গেট এলাকা থেকে অটোরিক্সা চুরি করে নিয়ে যাওয়ার সময় দুই চোরকে আটক করেছে শিবপুর মডেল থানা পুলিশ। রবিবার, ৫ অক্টোবর, রাত ৮:১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, চোরেরা মাছিমপুর ইউনিয়নের কলেজ গেট এলাকা থেকে একটি অটোরিক্সা চুরি করে পালিয়ে যাচ্ছিল। এমন সময় স্থানীয়দের সহায়তায় শিবপুর মডেল থানা পুলিশ উত্তরপাড়া দুলালপুর রোডের মাথা থেকে চুরি হওয়া অটোরিক্সাসহ এক চোরকে হাতেনাতে আটক করে।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই চোর তার এক নারী সহযোগীর নাম জানায়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ওই নারীকেও আটক করতে সক্ষম হয়।
এ বিষয়ে শিবপুর মডেল থানা পুলিশ জানিয়েছে, আটককৃত দুইজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে এই ধরনের অপরাধের সঙ্গে জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। অটোরিক্সাটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে এবং প্রকৃত মালিককে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


























