পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় শহীদ মিনারে হিন্দি গানের সঙ্গে তরুণ- তরুণীয় জুতা পায়ে নাচের দৃশ্য রাতারাতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভাষা শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনারে এমন কর্মকান্ডে ক্ষুব্ধ এলাকার সচেতন মহল।
রবিবার ( ০২ রা জুন ) রাতে নওগাঁর পত্নীতলা উপজেলার চকশ্রীপুর আবেদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠানে এমন দৃশ্য দেখা যায়। যা রাতারাতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিও তে দেখা যায়, পত্নীতলা উপজেলা ছাত্রলীগ সভাপতি মো: বিলাশ শাহ জুতা পায়ে শহিদ মিনারে গান গাচ্ছে। শুধু তাই নয় অত্র শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি আলিম আর রাজি, বিদ্যুৎসাহী সদস্য মাহফুজ শাহ, লাইব্রেরিয়ান আসাদুজ্জামান রানাসহ বিভিন্ন এলাকা থেকে ভাড়া করা শিল্পী, মিউজেশিয়ান ও অত্র এলাকার কিছু রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক ও শিক্ষার্থীদেরও দেখা যায় শহীদ মিনারে জুতা পায়ে।
অত্র এলাকার একাধিক সচেতন শিক্ষক শিক্ষার্থীরা বলেন, চকশ্রীপুর স্কুলে এমন কিছু হবে এটা আমরা কখনো আশা করতে পারিনি। শহীদ মিনারে নাচ গান তাও আবার জুতা পরে, ভাবতেই অবাক লাগে। তারা আমাদের সকল ভাষা শহীদদের অপমান করলো, বাংলা ভাষা কে অপমান করলো। সমগ্র বাঙালী জাতিকে অপমান করলো। তাদের কোন রুচিবোধ নেই, যতটুকু ছিলো ছাগলের নিয়ন্ত্রনে চলে গেছে। আর না হয় তারা রাজাকারের ছেলে মেয়ে। কারণ একজন প্রকৃত বাঙালি কখনো এই ধরণের কাজ করতে পারেনা।
চকশ্রীপুর আবেদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হাফিজুর রহমান বলেন, অন্য কোথাও স্টেজ করলে খরচা একটু বেশি হতো। প্রতিষ্ঠানের খরচা বাঁচানোর জন্য আমরা শহীদ মিনারকেই স্টেজ করেছি।
এবিষয়ে পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: পপি খাতুন বলেন, শহীদ মিনার আমাদের একটি আবেগের জায়গা। সেখানে কিভাবে তারা সাংস্কৃতিক অনুষ্ঠান করে তা আমার জানা নেই। এবিষয়ে তদন্ত পূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।