
(নরসিংদী জেলা প্রতিনিধি: মো. শাহাদাত শাহ্, বেলাবো, নরসিংদী)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’র ৩১ দফা জনগণের মাঝে ছড়িয়ে দিতে নরসিংদীর রায়পুরায় অনুষ্ঠিত হলো এক বিশাল গণসংযোগ ও পথসভা।
রায়পুরা উপজেলার রাধানগর ইউনিয়নের সাহেরচর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। এসময় সকলের হাতে ৩১ দফা দাবির সারসংক্ষেপ সম্বলিত লিফলেট বিতরণ করা হয় এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
উপস্থিত ছিলেন যাঁরা
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদল সভাপতি জনাব মহসীন হোসাইন বিদ্যুৎ।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি, বর্ষীয়ান রাজনীতিবিদ জনাব ফাইজুর রহমান চেয়ারম্যান। এছাড়া বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় ও জেলা পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে ৩১ দফাকে দেশের গণতন্ত্র ও সুশাসন ফিরিয়ে আনার একমাত্র পথ হিসেবে উল্লেখ করে এই রূপরেখা বাস্তবায়নে সকল স্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।






















