মো. নাজমুল হাসান, ফুলবাড়ী, কুড়িগ্রাম
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলাধীন শিমুলবাড়ী ইউনিয়নে ধরলা নদীতে পাওয়া গেছে বিষাক্ত সাকার মাছ। ২ জুন রবিবার রাতে ঐ ইউনিয়নের চর শিমুলবাড়ী গ্রামের ইমান আলীর জালে ধরা পরে এই মাছ। ইমান আলী জানায় রাতে তিনি নদীতে জাল ফেলে ও ভোরবেলা জাল তুলে দেখেন অচেনা এই মাছ। তবে তথ্য সুত্রে জানা যায় এখন সারা দেশে সাকার মাছ দ্রুত ছড়িয়ে পড়ছে। দেশের অধিকাংশ জেলার নদ-নদীতে এ মাছ পাওয়া যাচ্ছে। সংশ্লিষ্ট সবাই বলছেন, এ মাছ বুড়িগঙ্গার মতো দূষিত পানিতেও টিকে থাকতে পারে। দ্রুত প্রজননও ঘটায় মাছটি। পাশাপাশি মানুষ এই মাছ না খাওয়ায় এটি দ্রুত বাড়ছে ও ছড়িয়ে পড়ছে। এখন প্রধান কাজ হচ্ছে সাকার মাছ পেলেই তা মেরে ফেলতে হবে। বদ্ধ জলাশয়ে থাকলে জাল দিয়ে কিংবা শুকিয়ে ধরে ফেলতে হবে। আর উন্মুক্ত জলাশয়ে প্রযুক্তি ব্যবহার করে সাকার ধরে পুরুষ বানিয়ে ছেড়ে দেওয়া যেতে পারে। তাহলে তারা প্রজনন করতে পারবে না।