ভারতের জাতীয় নির্বাচনের ভোট গণনা চলছে। যে রাজ্যে ভোট গণনা শেষ হচ্ছে সেখানের ফলাফল প্রকাশ করা হচ্ছে।
এবারের নির্বাচনে এমপি নির্বাচিত হয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান। আইপিএলের সাকিবের সতীর্থ ছিলেন তিনি একই সঙ্গে খেলেছেন কলকাতার জার্সিতে।
তৃণমূল কংগ্রেস থেকে পশ্চিমবঙ্গের বহরমপুর আসনের এমপি নির্বাচিত হয়েছেন ইউসুফ পাঠান। এই আসনে তার বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী। নির্বাচনে জয়লাভের পর পাশে থাকা ও তাকে সহায়তা করার জন্য দলের সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন ইউসুফ।
প্রাথমিক ফল অনুযায়ী ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমতাসীন জোট এনডিএ এগিয়ে থাকলেও লড়াই জারি রেখেছে বিরোধী জোট ইন্ডিয়া। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা পর্যন্ত ক্ষমতাসীন এনডিএ জোট ২৯৪টি আসনে এগিয়ে রয়েছে। ২৭২টি আসন হলেই ভারতে সরকার গঠন করা যায়। অন্যদিকে বিরোধী দলগুলোর সমন্বয়ে গঠিত জোট ইন্ডিয়া ২৩২ আসনে এগিয়ে রয়েছে।