চট্টগ্রাম বিশ্ববিলয়ের (চবি) নিরাপত্তা দপ্তর সংলগ্ন মোড়ে শিক্ষকদের বহনকারী এসি বাসের সঙ্গে একটি অটোরিকশার সংঘর্ষে রিকশাচালকসহ ২ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৪ জুন) বিকেল সাড়ে ৫ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে পাঠানো হয়। আহতরা হলেন অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের পারভেজ মোশাররফ রিকশাচালক ইমাম হোসেন ও পারভেজ মোশাররফের বান্ধবী জান্নাতুল ফেরদৌস। এর মধ্যে রিকশাচালককে ইমাম হোসেনের হাত ভেঙে গেছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। অন্যদিকে পারভেজ মোশাররফ ও তার বান্ধবী মুখে, কাঁধে ও পায়ে আঘাত পাওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠিয়ে দেয়া হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় দ্রুতগতিতে আসা চবি শিক্ষকদের বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় রিকশাটি দুমড়ে মুচড়ে যায়। অন্যদিকে শিক্ষকদের এসি বাসটির সামনের গ্লাস ভেঙে যায়। সেই রিকশার যাত্রীরা পড়ে আহত হলে তাদের উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. অহিদুল আলম বলেন, ‘ শহরগামী শিক্ষকদের এসি বাস ও একটি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রিকশা ও বাসের ক্ষয়ক্ষতি হয়েছে। বাসের ক্ষয়ক্ষতির বিষয়টি দেখবে পরিবহন দপ্তর। আর রিকশাটি এখন নিরাপত্তা দপ্তরের হেফাজতে আছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মেডিকেলে কর্তব্যরত ডাঃ শান্তনু মহাজন বলেন, ‘বিকেলের দিকে আমাদের এখানে বাস ও অটোরিকশার সংঘর্ষে আহত অবস্থায় ৩ জন এসেছিলো। গুরুতর আহত হওয়ায় ২ শিক্ষার্থী একজন ছেলে ও তার মেয়ে বান্ধবীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেলে পাঠিয়ে দেয়া হয়েছে। আর রিকশাচালকের হাত ভেঙে যাওয়ায় তাকে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করানো হয়েছে।’