• মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১০:২৫ অপরাহ্ন

রাস্তা চেনাবে যেসব অ্যাপ…..

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৬৬
বুধবার, ৫ জুন, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

গুগল ছাড়া এক মুহূর্তও কাটানো সম্ভব না। যখন যা কিছু জানতে চান এক ক্লিকেই সবকিছু হাজির ফোনের স্ত্রিনে। গুগলের জনপ্রিয় ফিচার গুগল ম্যাপ এখন পুরোবিশ্বকে হাতের মুঠোয় এনে দিয়েছে। বিশ্বের কোনো শহর কিংবা রাস্তা এখন আর অচেনা নয়।

তবে মাঝে মাঝে গুগল ম্যাপ ভুল রাস্তা দেখানোতে অনেকেই বিপদে পড়ছেন। তারপরও প্রতি মুহূর্তে গুগল ম্যাপ ব্যবহার করছে সারাবিশ্বের মানুষ। এমনকি গুগল ম্যাপের দাপটে অন্যান্য ম্যাপ অ্যাপগুলোর ব্যবহার নেই বললেই চলে। তবে এমন অনেক অ্যাপ আছে যেগুলো আপনি অফলাইনেও ব্যবহার করতে পারবেন।

চলুন এমন কয়েকটি অ্যাপের কথা জেনে নেওয়া যাক। যেগুলো আপনার ফোনে রাখতে পারেন-

ওয়াজ
এটি একটি কমিউনিটি ড্রিভেন নেভিগেশন ম্যাপ। এর মূল বিশেষত্ব হলো, ট্র্যাফিক জ্যাম দেখলে শর্ট রুট নিজে থেকেই খুঁজে নেয়। লাইভ ট্র্যাফিক ডেটা নিয়মিত আপডেট করে এই ম্যাপ। এছাড়াও পুলিশ অ্যালার্ট ও যে কোনো সমস্যায় অ্যালার্ট দেয় এই ম্যাপ।

সিজিক
থ্রিডি নেভিগেশন চাইলে, এই ম্যাপের কোনো বিকল্প নেই। সঙ্গে পাওয়া যাবে রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটেছে কি না, তারও খবর। এ ছাড়া রিয়েল টাইম লেন নেভিগেট করে শর্ট রুট কোনটা, সেটা জানিয়ে দেয় এই ম্যাপ। অনলাইনের পাশাপাশি অফলাইনেও ব্যবহার করা যায় এই ম্যাপ। যে এলাকায় আপনি যাবেন, সেখানকার ট্রাফিক জ্যাম কী অবস্থায় আছে, সেটাও জানিয়ে দেবে এই ম্যাপ।

ওএসএমঅ্যান্ড
অফলাইনে ইউজ করার জন্য এটি অন্যতম সেরা ম্যাপ। প্রথমে এই ম্যাপের ইন্টারফেস একটু জটিল লাগতে পারে, তবে একবার জেনে গেলে আর কোনো সমস্যা হয় না। ভয়েস অ্যাসিস্ট্যান্সের সাহায্যে সহজেই পৌঁছে যাওয়া যায় গন্তব্যে। এই ম্যাপের কিছু ফিচার অবশ্য পেইড। তাতে সমস্যা না থাকলে এটি নেভিগেশনের সেরা অপশন।


আরও সংবাদ

জরুরি হটলাইন