• বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৭:৪৫ পূর্বাহ্ন

সীমানার চলে যাওয়া নিয়ে যা বলছেন তারকারা

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৮০
বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
রিশতা লাবনী সীমানা: প্রতিদিন খবর
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

অভিনেত্রী ও মডেল রিশতা লাবনী সীমানার ১৪ দিনের দীর্ঘ লড়াই শেষ হয়েছে। মঙ্গলবার (৪ জুন) সকাল ৬টায় মাত্র ৩৯ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন তিনি। সীমানার চলে যাওয়ায় দেশের শোবিজ অঙ্গনে তারকারা ভেঙে পড়েছেন। অভিনেত্রীর চলে যাওয়া মেনে নিতে পারছেন তারকারা। শেষ বিদায়ে এই অভিনেত্রীকে স্মরণ করেছেন অনেক তারকা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও পোস্ট করেছেন অনেকে।

সীমানার শুরু লাক্স চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতা দিয়ে। ‘সাকিন সারিসুরি’ ধারাবাহিক নাটকের মধ্যে দিয়ে প্রথমবার দর্শকের সামনে আসেন সীমানা। নাটকটি পরিচালনা করেছিলেন নির্মাতা ও অভিনেতা সালাহউদ্দিন লাভলু। সীমানার কথা বলতে গিয়ে সালাউদ্দদিন লাভলু বলেন, সীমানার লাক্স চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতার সেরা পাঁচে ছিল যখন ওই সময় আমি ‘সাকিন সারিসুরি’ ধারাবাহিক নাটকটি শুরু করি। এ ধারাবাহিক দিয়েই প্রথম ক্যামেরার সামনে দাঁড়ায় সীমানা। প্রথমে একটু সন্দিহান ছিলাম, মোশাররফ করিমের বিপরীতে এত গুরুত্বপূর্ণ একটা চরিত্রে কেমন করবে। দু-তিন দিন গ্রুমিং হলো, বেশ দ্রুততম সময়ে সব আয়ত্ত করে ফেলল সে। যখন ক্যামেরা ওপেন হলো, সীমানার অভিনয়ে সবাই অবাক হয়ে গিয়েছিলাম। এত ভালো অভিনয়। ওর কমিটমেন্ট ও সিনসিয়ারিটি আমাদের টিমের সবাইকে মুগ্ধ করেছে। সীমানার সবচেয়ে বড় গুণ সততা। শুটিংয়ে কখনো ফাঁকিবাজি করেনি, সময় নষ্ট করেনি।

‘সাকিন সারিসুরি’তে অভিনয় করেছিলেন গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, সীমানা, জীবনের সীমানা পেরিয়ে পৌঁছে গেলি মৃত্যুর সীমানায়! অনন্তলোকে তুই চির শান্তিতে থাকিস। তোর জন্য রইল গভীর শোক। ‘সাকিন সারিসুরি’, ‘কলেজ স্টুডেন্ট’সহ কত কত স্মৃতি।

জনপ্রিয় অভিনেত্রী অভিনেত্রী রুনা খান অকালপ্রয়াত সীমানার উদ্দেশ্যে লিখেছেন, ২০১২-১৩ তে একটা সিরিজ করতে গিয়ে তোর সঙ্গে প্রথম পরিচয়। একটা মাত্রই কাজ হয়েছিলো আমাদের একসঙ্গে। তারপর তোর বিয়ে সন্তানদের জন্ম। আমি নিজে সিরিজে কাজ করা বন্ধই করে দিয়েছিলাম প্রায়। যোগাযোগ-দেখা কিছুই ছিল না তোর সাথে। ২১ এর ডিসেম্বরে হঠাৎ তোর টেক্সট-কল, আপু আমার ছোট-ভাই এর বিয়ে তোমাকে আসতেই হবে কেন? সবগুলো আয়োজনে যেতে না পারলেও জানুয়ারিতে তোর ভাইয়ের বৌভাতে গিয়েছিলাম। তোর এত ভালোবাসার নিমন্ত্রণ উপেক্ষা করা সম্ভব ছিল না আমার পক্ষে। ২০২২ এর ২ জানুয়ারি তোকে দেখলাম প্রায় ৯-১০ বছর পর, তোর ছেলে দুটোকে দেখলাম। নিজে পাশে দাঁড়িয়ে থেকে দেখলি আমি খাচ্ছি কিনা ঠিক মতন। মাত্র ২ বছর আগে, আমি কি জানতাম ওটাই তোর সঙ্গে আমার শেষ দেখা। সীমানা, তোর আত্মার শান্তি হোক বাবু, আদর।

নির্মাতা চয়নিকা চৌধুরী সীমানাকে উদ্দেশ্যে করে বলেছেন, কিছুই বলার নেই। বাচ্চা দুটোর জন্যে অনেক প্রার্থনা, পরপারে ভালো থেকো আর উপরে যিনি আছেন তিনি যেন এই বাচ্চা দুটোকে দেখে রাখেন এই প্রার্থনা করি। পৃথিবীর সকল মাতৃহারা সন্তান ভালো থাকুক, কারোর যত্নে আনন্দে থাকুক।

নাট্যকার ও অভিনেতা বৃন্দাবন দাস বলেন, আমার লেখা নাটকের শুটিংয়ে আমি সাধারণত যাই না। লাভলু ভাই একদিন বললেন, সাকিন সারিসুরির কাকলী চরিত্রে অভিনয়ের জন্য নতুন একজনকে নিয়েছেন। আমি একটু চিন্তিত হলাম। ভাবছিলাম, এমন একটা চরিত্রে নতুন একজন মেয়ে, পারবে তো? মোশাররফের বিপরীতে এত বড় চরিত্র, বেশ রিস্ক ছিল। সীমানা যে নতুন অভিনেত্রী, স্ক্রিনে দেখে কিন্তু একদমই বোঝা গেল না।এরপর আমার সঙ্গেও ওর বেশ কিছু কাজ হয়েছে, অসম্ভব গুণী একজন অভিনেত্রী ছিল সীমানা। ওর বিনয় আমাকে মুগ্ধ করত। আরও একটা বড় গুণ ছিল তার। সহজেই মন জয় করে নিতে জানত সবার। অভিনেত্রী সীমানার মৃত্যু আমাকে স্তব্ধ করেছে।

গত ২১ মে রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সীমানা। সেদিন রাত সাড়ে ১১টার দিকে তাকে দ্রুত ধানমন্ডির বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করানো হলে জানতে পারেন, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। পরদিন আরও উন্নত চিকিৎসার জন্য সীমানাকে ধানমন্ডির আরেকটি হাসপাতালে নেওয়া হয়। এরপর চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকার আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করানো হয়। গেল কয়েকদিন সেখানেই চিকিৎসাধীন ছিলেন। গত শনিবার এই হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। গত বুধবার বিকেল থেকে সীমানার চিকিৎসা চলছিল ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে।

সীমানার শারীরিক অবস্থা প্রতিনিয়ত অবনতি হয়েছে। শুরুর দিকে তাকে আইসিইউতে রাখা হলেও বুধবার থেকে লাইফ সাপোর্টে রাখা হয়। বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনার পর পরীক্ষা–নিরীক্ষা করে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। গতকাল রোববার সীমানার ভাই এজাজ বিন আলী জানান, তার অবস্থার আরও অবনতি হয়েছে। আজ সব চেষ্টা ব্যর্থ করে সীমানা চলে যান না ফেরার দেশে।

২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন সীমানা। এরপর থেকে তিনি নাটক, বিজ্ঞাপনে নিয়মিত কাজ করেন। দেখা গেছে, তৌকীর আহমেদ পরিচালিত বহুল প্রশংসিত ছবি ‘দারুচিনি দ্বীপ’ এর মতো সিনেমাতেও। কিন্তু একটা সময় সীমানাকে আর পর্দায় পাওয়া যায়নি। মাতৃত্বকালীন বিরতি এবং দুই সন্তানকে দেখাশোনায় কাজে ব্যস্ত হয়ে পড়েন অভিনেত্রী। শোবিজ অঙ্গন থেকে নেওয়া টানা পাঁচ–ছয় বছরের বিরতি ভেঙে সম্প্রতি আবার কাজে ফেরেন অভিনেত্রী। সীমানার দুই সন্তান। বড় সন্তান শ্রেষ্ঠর বয়স আট, আর ছোট সন্তান স্বর্গ তিন বছর বয়সী।

সারাদিনের সর্বশেষ খবর পেতে লেগে থাকুন প্রতিদিন খবরে


আরও সংবাদ

জরুরি হটলাইন