দুই সপ্তাহ পরেই ঈদ। প্রতিবছর ঈদ কেন্দ্র করে মুক্তি পায় একাধিক সিনেমা। এবারে ঈদের মুক্তির মিছিলে একধাপ এগিয়ে গেল শাকিব খান অভিনীত সিনেমা ‘তুফান’। আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটি আনকাট সেন্সর পেয়েছে। রায়হান রাফী পরিচালিত এ সিনেমাটিকে মঙ্গলবার (৪ জুন) মৌখিকভাবে নো অবজেকশন জানানো হয়। সংবাদমাধ্যমে সেন্সর বোর্ড সদস্য কাজী হায়াত বলেন, তুফান সিনেমা সেন্সর বোর্ড থেকে আনকাট মুক্তির অনুমতি পেয়েছে। চ্যানেল 24 অনলাইনে রায়হান রাফী বিষয়টি নিশ্চিত করেছেন।
রায়হান রাফী পরিচালিত শাকিব খান অভিনীত ‘তুফান’ অ্যাকশন ধাঁচের সিনেমা। তুফানে যেখানে নব্বই দশকের একজন গ্যাংস্টারের চরিত্রটি দেখা যাবে শাকিব খানকে। এ সিনেমায় আরও আছেন গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী। গতমাসের শুরুতে টিজার মুক্তি পায় সিনেমাটির।
চ্যানেল 24 অনলাইনে তুফান নিয়ে রায়হান রাফী বলেন, তুফান এমন একটা সিনেমা যেটা বাংলা সিনেমাকে বিশ্ব দরবারে নতুন ভাবে চেনাবে। অনেক সিনেমা ইন্ডাস্ট্রিকে পরিবর্তন করে। তুফান তেমন একটা সিনেমা হতে যাচ্ছে। বাংলা সিনেমার স্কেলটাকে অনেক হাই করবে। বলা যায় তুফান আমার লাইফের একটা ড্রিম প্রজেক্ট। সেই সঙ্গে শাকিব ভাইকে এই সিনেমায় পাওয়াটাও আশীর্বাদ।
যৌথ প্রযোজনায় নির্মিত ‘তুফান’-এ শাকিব খান ও চঞ্চল ছাড়াও অভিনয় করছেন মিমি চক্রবর্তী, নাবিলা, মিশা সওদাগর প্রমুখ। সম্প্রতি সিনেমাটির গান ‘লাগে উরাধুরা’ মুক্তি পায়। এরপর থেকে দুই বাংলার নতুন করে আলোচিত আসন্ন সিনেমাটি। ঢালিউড সুপার স্টার শাকিব খান ও পশ্চিমবঙ্গের অভিনেত্রী মিমি চক্রবর্তী পৌনে ৩ মিনিটের এ গানে নেচে-গেয়ে মাতিয়েছেন। গানটিতে আরো দেখা যায় সংগীত পরিচালক প্রীতম হাসান ও শেষ দৃশ্যে স্বয়ং পরিচালক রায়হান রাফিকে।
সারাদিনের সর্বশেষ খবর পেতে লেগে থাকুন প্রতিদিন খবরে