• বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন

নদী কেন্দ্রীক ১০৮ পশুর হাটের নিরাপত্তা দেবে নৌ পুলিশ

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৭৪
বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
নদী কেন্দ্রীক ১০৮ পশুর হাটের নিরাপত্তা দেবে নৌ পুলিশ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নদী কেন্দ্রীক ১০৮টি পশুর হাট বসছে। এই হাটগুলো নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপুলিশের অতিরিক্ত আইজিপি আবদুল আলীম মাহমুদ। বৃহস্পতিবার (৬ জুন) সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই তথ্য জানান।

আবদুল আলীম মাহমুদ বলেন, আসন্ন ঈদে নৌপথে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। নদীর পাড়ে ১০৮টি পশুর হাট বসছে। সেগুলোরও নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এই হাটগুলো নিরাপত্তায় সাদা পোশাক পুলিশ মোতায়েন করা হবে।

তিনি আরও বলেন, এ সময় নদীর মাঝ পথে নৌকায় উঠা-নামা বন্ধ করা হবে এবং লঞ্চের এলোমেলো পার্কিং বন্ধ করা হবে। পশুবাহী নৌকায় যাতে অতিরিক্ত বোঝাই না করা হয় সে বিষয়ে নজরদারি করা হবে। যেখানে-সেখানে পশুবাহী নৌযান যেনো না দাঁড়ায় সে জন্যও ব্যবস্থা নেয়া হবে। নৌযানে অতিরিক্ত যাত্রীবহন করলে কঠোর হবে পুলিশ।

তিনি বলেন, ১৪ জুন তারিখ থেকে ২২ জুন পর্যন্ত পণ্যবাহী ট্রাক ও পিকআপ ফেরীতে চলাচল বন্ধ রাখা হবে। এছাড়া জালনোট বাজারে ছড়িয়ে পড়া রোধে নদীর পাড়ের ১০৮টি হাটে জাল নোট মেশিন রাখা হবে। এছাড়া ছিনতাই, ডাকাতি চাঁদাবাজি যাতে না হয় সেটিও নিশ্চিত করা হবে। গত ঈদে সদরঘাটে দুর্ঘটনা হয়েছে। সেটা যেনো পুনরাবৃত্তি না হয় সে জন্য ব্যবস্থা নেয়া হবে। সিসিটিভি মনিটরিং করা হবে।

সারাদিনের সর্বশেষ খবর পেতে লেগে থাকুন প্রতিদিন খবরে


আরও সংবাদ

জরুরি হটলাইন