• বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন

অহ নওরোজের কবিতার বই ‘কম্বুরেখপদাবলি’

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৭৪
বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

চলতি জুনের প্রথম সপ্তাহে প্রকাশিত হয়েছে তরুণ কবি অহ নওরোজের নতুন কবিতার বই ‘কম্বুরেখপদাবলি’। বইটি প্রকাশ করেছে অনুপ্রাণন প্রকাশন। প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত।

প্রকাশক জানান, ৫৬ পৃষ্ঠার বইটিতে ৪৩টি কবিতা আছে। এর মুদ্রিত মূল্য ২৪০ টাকা। বইটি ২৫% ছাড়ে সংগ্রহ করা যাবে অনুপ্রাণন প্রকাশনের অনলাইন, কাঁটাবন ও বাংলাবাজারের বিক্রয়কেন্দ্র থেকে।

বই প্রকাশের বিষয়ে অহ নওরোজ বলেন, ‘বই প্রকাশ বইমেলা কেন্দ্রিক হতে হবে, এমন কোনো কারণ নেই। সারাবছরই বই প্রকাশ হতে পারে। মনে করি, সেটা বইমেলায় বই প্রকাশের চাপ কমায়। একই সঙ্গে প্রোডাকশনও তুলনামূলক ভালো হয়।’

বইটি প্রকাশের পদ্ধতি সম্পর্কে তিনি বলেন, ‘অনুপ্রাণন প্রকাশন পাণ্ডুলিপি আহ্বান করে জেনে আমি পাণ্ডুলিপিটি জমা দিই। প্রকাশনীর সম্পাদনা পরিষদ পাণ্ডুলিপিটি প্রকাশের জন্য নির্বাচন করে।’


আরও সংবাদ

জরুরি হটলাইন