হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
যায়যায়দিন ১৯তম বর্ষে পদার্পণ উপলক্ষে বৃহস্পতিবার (৬ জুন) হাকিমপুর প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ-উপলক্ষ্যে যায়যায়দিন হাকিমপুর প্রতিনিধি রমেন বসাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাকিমপুর ইউএনও অমিত রায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যথাক্রমে হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলাম, হাকিমপুর (হিলি) পৌর মেয়র জামিল হোসেন চলন্ত ওসি (তদন্ত) এসএম জাহাঙ্গীর আলম তৃতীয় বারের মতো নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন ও একই মেয়াদে নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহারব হোসেন প্রতাব মল্লিক, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি ও এনটিভির হিলি প্রতিনিধি জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।
এরপর কেক কাটা শেষে ইউএনও অমিত রায়ের মুখে কেক তুলে দেন হাকিমপুর প্রতিনিধি রমেন বসাক।