• শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন

নির্বাচনী সহিংসতায় বিএনপি নেতাসহ আহত ১২

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ১১৭
শুক্রবার, ৭ জুন, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

স্টাফ রিপোটার আলী আজগর হাওলাদার

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় আসাদ কবিরাজ, ওবায়দুল আকন ও খান মতিয়ার রহমানকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আনারস প্রতীকের প্রার্থী রায়হান উদ্দিন আকন শান্ত জানান, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তার কর্মী সমর্থকরা শরণখোলা বাজারে একটি পথসভা করছিল। এ সময় প্রতিদ্বন্দ্বী দোয়াত কলমের প্রার্থী নিজে উপস্থিত থেকে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে পথসভায় হামলা চালান। হামলায় তার ৬ জন কর্মী আহত হন।

দোয়াত কলম প্রতীকের প্রার্থী আসাদুজ্জামান মিলন জানান, পূর্বে হামলার শিকার তার দুই কর্মীকে দেখতে সন্ধ্যার পরে শরণখোলা বাজারে যান তিনি। সেখানে একটি সভা চলতে দেখে, তিনি গিয়ে কিসের সভা চলছে বলে জানতে চান। এ সময় উপজেলা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমানকে দেখে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আনারস প্রতীকের কর্মী সমর্থকরা এসে তাদের ওপর হামলা চালান। হামলায় তার ৬ কর্মী আহত হয়েছেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হলে রাতেই অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আসিকুর রহমান শরণখোলায় এসে উভয় পক্ষের সাথে কথা বলে পরিস্থিত শান্ত করার চেষ্টা করেন।

শরনখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.এইচ.এম কামরুজ্জামান বলেন, কেউ লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।


আরও সংবাদ

জরুরি হটলাইন