গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরেক ভাই।
শনিবার (৮ জুন) ভোরে বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত বড় ভাই শামসুল হুদা ও আঘাত করা ছোট ভাই আনওয়ারুল ইসলাম শ্যামল তালুককানুপুর গ্রামের হাফিজার রহমানের ছেলে।1
গেবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শামছুল হুদা ও আনওয়ারুল ইসলামের মধ্যে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। গত ৫ জুন বিকেলে নিহত শামছুল ও আরেক ভাই শাহীন মোটরসাইকেলযোগে বাজারে যাচ্ছিলেন। এ সময় পথিমধ্যে ছোট ভাই আনওয়ারুল ইসলামের বাড়ির সামনে জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আনওয়ারুল কোদাল দিয়ে শামছুল হুদার মাথায় আঘাত করে। গুরত্বর আহত হন সামছুল হুদা।
এ সময় তাকে বাঁচাতে গেলে আরেক ভাই শাহীনকেও আহত করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। অবস্থার অবনতি ঘটলে দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা যান শামসুল হুদা। আহত শাহীন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ওসি শামসুল আলম শাহ বলেন, তালুককানুপুরে ভাইয়ের কোদালের কোপে বড় ভাই নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ছোট ভাই আনওয়ারুল ইসলাম ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সারাদিনের সর্বশেষ খবর পেতে লেগে থাকুন প্রতিদিন খবরে