• শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১:০৯ অপরাহ্ন

দুর্নীতি করে ছাড় পাবেন না বেনজীর, আজিজরা

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ১৪২
সোমবার, ১০ জুন, ২০২৪
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ দুর্নীতি করে ছাড় পাবেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি গতকাল রবিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় এমন মন্তব্য করেন। ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, জেলা আওয়ামী লীগ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকদের নিয়ে যৌথ সভা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বেনজীর, আজিজ সাহেবরা দুর্নীতি করে ছাড় পাবেন না।

তাঁরা আওয়ামী লীগের লোক নন। একজন পুলিশ অফিসার, আরেকজন সেনা অফিসার। কথা হচ্ছে দুর্নীতি করে কেউ ছাড় পেয়েছে কি না? যেটা বিএনপি করেছে। আমরা ইমপিউনিটি কালচার গড়ে তুলিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘নিজের লোকজনকে শায়েস্তা করার সাহস বিএনপির নেই। বুয়েটে সনি হত্যার বিচার কে করেছে? আর আবরার হত্যায় যে কয়েকজন মৃত্যুদণ্ড পেয়েছে সবাই ছাত্রলীগ বলে পরিচিত। বিশ্বজিৎ হত্যার বিচার কি হয়নি? তারা (বিএনপি) তাদের সময় তাদের দলীয় কোনো নেতার একটা বিচার করেছে? আশরাফুল হুদা, রকিবুল হুদা, এসপি কোহিনূর—এদের বিচার কে করেছে?’

দুর্নীতিবাজদের ধরতে নতুন কোনো আইন দরকার হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আইন আছে, আইন নতুন করতে হবে না। নেত্রী (শেখ হাসিনা) যেটা বলেছেন, সেটা আমিও বলব।

আধার দিয়েছি, রুই-কাতলা ধরা পড়বে।’ 


আরও সংবাদ

জরুরি হটলাইন