আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
তিনি গতকাল রবিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় এমন মন্তব্য করেন। ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, জেলা আওয়ামী লীগ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকদের নিয়ে যৌথ সভা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বেনজীর, আজিজ সাহেবরা দুর্নীতি করে ছাড় পাবেন না।
দুর্নীতিবাজদের ধরতে নতুন কোনো আইন দরকার হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আইন আছে, আইন নতুন করতে হবে না। নেত্রী (শেখ হাসিনা) যেটা বলেছেন, সেটা আমিও বলব।